লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের উদ্যোগে গত বুধবার চট্টগ্রামের সিনিয়র ক্লাবে শীতবস্ত্র ও শিশুদের স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন ক্লাব অব চিটাগাং ডিসট্রিক্ট ৩১৫ বি-৪ এর দ্বিতীয় ভাইস গভর্নর কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন রিজন চেয়ারপারসন হুমায়ুন কবির, কেবিনেট সেক্রেটারি বেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন লায়ন ক্লাব অব চিটাগাংয়ের প্রেসিডেন্ট রেবেকা নাছরিন। এতে প্রায় ১০০ জনকে শীতবস্ত্র ও স্কুলব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন ডিস্ট্রিক্ট ফার্স্ট পিডিসি লায়ন নাজমুল হক ও ফার্স্ট পিডিজি ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, গভর্নর ক্যান্ডিডেট লায়ন রাজিব সিনহা, লায়ন জি কে লালা, লায়ন মসলেহ উদ্দিন, লায়ন ডক্টর তুহিন, লায়ন আবু নাসির রনি, লায়ন সোহেল খান, লায়ন অনুপম মজুমদারসহ ফার্স্ট প্রেসিডেন্টরা। বিজ্ঞপ্তি