লায়ন্স ক্লাব অব চিটাগং রজনীগন্ধার দায়িত্ব হস্তান্তর

8

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং রজনীগন্ধা ক্লাবের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ এবং ফুল দিয়ে ও কেক কেটে ডিজি রিসিপশন সম্পন্ন হয়। ১ম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সেবা বর্ষের সভাপতি লায়ন নার্গিস সুলতানা এবং ২য় পর্বে সভাপতিত্ব করেন বর্তমান সেবাবর্ষের সভাপতি লায়ন নাছিমা রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ক্লাব সেক্রেটারি লায়ন শাহিন সুলতানা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ, বিশেষ অতিথি হিসেবে ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ্ উদ্দিন আহমেদ অপু এমজেএফ, সম্মানিত অতিথি হিসেবে কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম এমজেএফ, সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন মনোয়ারা বেগম, রিজিয়ন চেয়ারপার্সন ও শেয়ার এন্ড কেয়ার মান্থলি বুলেটিনের সেক্রেটারি লায়ন মো. আশিকুল আলম আশিক, রিজিয়ন চেয়ারপার্সন (ক্লাবস) লায়ন ফজলুর রহমান মজুমদার স্বপন, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আলেয়া আরিফ, জোন চেয়ারপার্সন (ক্লাবস) লায়ন নার্গিস আক্তার, জোন চেয়ারপার্সন লায়ন মমতাজ বেগম, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন নিলুফা আক্তার, জয়েন্ট সেক্রেটারি লায়ন আসমা বেগম, ট্রেজার লায়ন মোসাম্মৎ মাহমুদা, জয়েন্ট ট্রেজারার লায়ন শামীম জাহান রুহি, লিওদের মধ্যে লিও মেহেরুন্নেছা বর্ষা, লিও সায়েদা আফরা, লিও সুমাইয়া জাহান, লিও সামিয়া মাহদিয়া রাইদা, লিও তাবাসসুম, লিও আনোয়ারা জিলানী, লিও সামারা আবতাহি সুবাহ্ প্রমুখ। বিজ্ঞপ্তি