লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের জাতিসংঘ দিবস উদযাপন

1

লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের আয়োজনে ঘাসফুল স্কুল শিশু বিকাশ কেন্দ্র, সেবক কলোনিতে গত ২৪ অক্টোবর কেক কেটে জাতিসংঘ দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিট ক্লাবের সভাপতি লায়ন মির্জা মো. ইলিয়াছ। অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৪এর দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিক। উপস্থিত ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম এমজেএফ এবং আরসি হেড কোয়ার্টার লায়ন তারেক কামাল, লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাস এমজেএফ (আরসি), হোমায়রা কবির চৌধুরী আরসি, লায়ন নাদিরা রহমান এবং এছাড়াও উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শওকত হোসেন, লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের প্রেসিডেন্ট তাহিম উদ্দিন নিহাদ ও লিও সদস্যবৃন্দ এবং ঘাসফুল পরাণ রহমান স্কুলের অধ্যক্ষ মাহমুদা বেগম ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অনুষ্ঠানের সবশেষে, শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি