লায়ন্স ক্লাব অফ চিটাগং সেন্ট্রাল জুবিলির মৌসুমী ফল বিতরণ

4

অক্সিজেনস্থ বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে লায়ন্স ক্লাব অফ চিটাগং সেন্ট্রাল জুবিলির উদ্যোগে ২৭ জুন সকাল ১০টায় ঠিকানাবিহীন অসহায় মা-বাবাদের মাঝে মৌসুমী ফল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ, জোন চেয়ারপার্সন লায়ন এম এ মুসা বাবলু এমজেএফ, জোন চেয়ারপার্সন লায়ন আনিসুর রহমান, লায়ন্স ক্লাব অফ চিটাগং সেন্ট্রাল জুবিলি’র প্রেসিডেন্ট লায়ন শারমিন সুলতানা মৌ, লায়ন আব্দুল্লাহ আল মামুন এমজেএফ, লায়ন মাহবুবুল ইসলাম সুমন প্রমুখ। বিজ্ঞপ্তি