আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিক এবং লিও ক্লাব চিটাগাং ক্লাসিকের ২০২৪-২৫ সেবাবর্ষের দায়িত্ব হস্তান্তর-গ্রহণ ও ডিজি টিম এবং লিও জেলা কেবিনেট সংবর্ধনা গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা-রোকেয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। চার পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ এর জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন ১ম ভিডিজি লায়ন মোছলহ্ উদ্দীন আহমেদ অপু এমজেএফ, সম্মানিত অতিথি ছিলেন যথাক্রমে জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন বেলালউদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম পিএমজেএফ, জয়েন্ট জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, জয়েন্ট ট্রেজারার লায়ন নাসির উদ্দিন এমজেএফ, জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন ইঞ্জিনিয়ার চন্দন কুমার দাশ, জিইটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মো. আনিসুল হক চৌধুরী, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মো. হুমায়ুন কবির, রিজিয়ন চেয়ারপার্সন-১ লায়ন হাকিম আলী, জোন চেয়ারপার্সন-১ লায়ন মোহাম্মদ কামরুজ্জামান, রিজিয়ন চেয়ারপার্সন কনসার্ন লায়ন ফজলুর মজুমদার স্বপন, জোন চেয়ারপার্সন কনসার্ন লায়ন অধ্যাপক নীলাদ্রি কুমার দে, লিও লায়ন লিয়াজোন লায়ন বায়েজিদ সুমন, ডিএমটি চেয়ারপারসন লায়ন জাকির হোসেন, লিও ক্লাবের চেয়ারম্যান লায়ন বদিউর রহমান, লিও ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন মো. শাহ জালাল প্রমূখ নেতৃবৃন্দ। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে ২০২৩-২৪ সেবাবর্ষের লিও ক্লাব সভাপতি লিও সুমাইয়া তুর রাহী রুপা, ২০২৪-২৫ সেবাবর্ষের লিও ক্লাব সভাপতি লিও মো. মানিক, ২০২৩-২৪ সেবাবর্ষের লায়ন্স ক্লাব সভাপতি লায়ন রিটন দাশ এবং ২০২৪-২৫ সেবাবর্ষের লায়ন্স ক্লাব সভাপতি মো. লোকমান হোসেন মজুমদার (লিটন)। বিজ্ঞপ্তি