লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং বেঙ্গল সিটির ব্লাড গ্রুপিং

2

চট্টগ্রাম নাসিরাবাদ পাবলিক স্কুলে লায়ন্স ক্লাব অব চিটাগাং বেঙ্গল সিটির ব্যবস্থাপনায় এবং লিও ক্লাব অব চিটাগাং বেঙ্গল সিটির সহযোগিতায় স্কুল আইসাইট টেস্ট, আই ক্যাম্প এবং ব্লাড গ্রুপিং প্রোগ্রাম গত ২ নভেম্বর অনুষ্ঠিত হয়। উক্ত আই ক্যাম্পে উপস্থিত ছিলেন একতাতে সমৃদ্ধি কলের প্রবক্তা ও লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর বর্তমান জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু পিএমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম এমজেএফ, জোন চেয়ারপার্সন লায়ন সাইফুদ্দীন হক, স্কুল পরিচালক সোহেল, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, লিও জেলা জিএমটি ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর লিও আরাফাত, জিএসটি ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর লিও দেলোয়ার, লিও ক্লাব সভাপতি লিও আব্দুল্লাহ আল মামুন, লিও রিজভি, লিও শাহিদা, লিও আঁখি, লিও আকিব, লিও আসিফ, লিও শাকিল, লিও মাহি, লিও লিজা, লিও বিশাল। উক্ত আইসাইট এ প্রায় ২৫০ জন শিক্ষার্থীর চক্ষু পরিক্ষা করা হয়। আই ক্যাম্পে প্রায় ১০৫ জন নারী-পুরুষ এর বিনামূল্যে চক্ষু পরিক্ষা করা হয় এবং ৬ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হবে। একই সাথে প্রায় ৯০ জন এর ফ্রি ব্লাড গ্রুপিং করানো হয়। উক্ত মহতি আয়োজনের জন্য স্কুল কতৃপক্ষ লায়ন্স ক্লাব অব চিটাগাং বেঙ্গল সিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি