লায়ন্স ইন্টারন্যাশনাল জেলার শপথগ্রহণ

10

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ’র কেবিনেট সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান গত ২৪ আগস্ট নগরীর এসএস খালেদ রোডস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টটিউিটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ১ম ও ২য় পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দীন চৌধুরী পিএমজেএফ ও নবনির্বাচিত জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ।
অনুষ্ঠানে জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফকে গং-গেবল প্রদানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন। কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরীর পরিচালনায় শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যন লায়ন একেএম রেজাউল হক পিএমজেএফ। অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি১, বাংলাদেশ’র গভর্নর লায়ন মো. আশরাফ হোসেন খান হীরা এমজেএফ।
বক্তব্য রাখনে প্রাক্তন জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দীন চৌধুরী পিএমজেএফ, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ্ উদ্দীন আহমেদ অপু এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এমএ মালেক এমজেএফ, লায়ন মো. মোস্তাক হোসাইন এমজেএফ। উপস্থতি ছলিনে প্রাক্তন জলো গর্ভনর লায়ন এ. কাইয়ুম চৌধুরী এমজেএফ, লায়ন রফিক আহমেদ এমজেএফ, লায়ন ড. শ্রীপ্রকাশ বিশ্বাস এমজেএফ, লায়ন মো. কবীর উদ্দীন ভূঁইয়া পিএমজেএফ, লায়ন সিরাজুল হক আনসারী এমজেএফ, লায়ন শাহ্ আলম বাবুল পিএমজেএফ, লায়ন নাসির উদ্দীন চৌধুরী এমজেএফ, লায়ন আল সাদাত দোভাষ পিএমজেএফ। শপথগ্রহণে অংশগ্রহণ করেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ্ উদ্দীন আহমেদ অপু এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো, কামরুজ্জামান লিটন এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম পিএমজেএফ, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন মো. জিল্লুর রহমান এমজেএফ ও জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন মো. নাসির উদ্দীন এমজেএফ, গ্যাট টীমের সদস্য জিএলটি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন জাহানারা বেগম এমজেএফ, জএিমটি ডস্ট্রিক্টি কোর্ডিটের লায়ন ইঞ্জিঃ চন্দন দাশ এমজেএফ, জিএসটি ডস্ট্রিক্টি কোর্ডিনেটর লায়ন ড. এসএম আবু জাকের, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন মোহাম্মদ হুমায়ুন কবির, জিইটি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন আনিসুল হক চৌধুরী। অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন ডিস্ট্রিক্ট গভর্নর টীম (এসাইনমেন্টস্), গভর্নরস্ সিনিয়রস্ এ্যাডভাইজার, গভর্নরস্ এ্যাডভাইজার, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার (এডমিন্), রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়াটারস (এ্যাক্টিভিটিস্), রিজিয়ন চেয়ারপার্সন, জোন চেয়ারপার্সন, জোনাল এ্যাডভাইজার, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন, ডিস্ট্রিক্ট কো-চেয়ারপার্সন, ডিস্ট্রিক্ট সেক্রেটারী ও ডিস্ট্রিক্ট অবজারভার। বিজ্ঞপ্তি