লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ’র ২০২৪-২০২৫ সেবাবর্ষের ১ম কেবিনেট মিটিং জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ’র এর সভাপতিত্বে ও কেনিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়। বিদায়ী কেবিনেট সেক্রেটারী লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ ২০২৩-২০২৪ সেবাবর্ষের চতুর্থ কেবিনেট মিটিংয়ের কার্যবিবরণী ও কেবিনেট ট্রেজারার আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। ২০২৪-২০২৫ সবোবর্ষের সেক্রেটারি রিপোর্ট ও আর্থিক রিপোর্ট উত্থাপন করেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরী ও কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম পিএমজেএফ।
সভায় বক্তব্য রাখেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দীন চৌধুরী পিএমজেএফ, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ্ উদ্দীন আহমেদ অপু এমজেএফ, ২য় ভাইস-জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এমএ মালেক এমজেএফ, লায়ন মো. মোস্তাক হোসাইন এমজেএফ। উপস্থিত ছিলেন প্রাক্তন জলো গর্ভনর লায়ন এ কাইয়ুম চৌধুরী এমজেএফ, লায়ন রফিক আহমেদ এমজেএফ লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস এমজেএফ, লায়ন সিরাজুল হক আনসারী এমজেএফ, লায়ন শাহ আলম বাবুল পিএমজেএফ, লায়ন মো. কবীর উদ্দীন ভূঁইয়া পিএমজেএফ, লায়ন নাসির উদ্দীন চৌধুরী এমজেএফ, লায়ন আল্ সাদাত দোভাষ পিএমজেএফ। প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোস্তাক হোসাইন এমজেএফ দেশের বিভিন্ন জেলায় বন্যার ভয়াবহতা সম্পর্কে উপস্থিত সকল লায়নদের মাঝে বিস্তারিত উপস্থাপন করলে লায়ন্স জেলার অধিকাংশ ক্লাব এবং লায়নরা বন্যার্তদের সাহায্যার্থে প্রায় ১৮ লক্ষ টাকার অনুদান প্রদানের প্রতিশ্রæতি দেন। কেবিনেট মিটিংয়ে কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরীর গাইডিং-এ সেন্ট্রাল ক্লাবের স্পন্সরিং-এ লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল শাপলা নামে একটি নতুন ক্লাবের আত্মপ্রকাশ হয়। লায়ন হাফেজ ইঞ্জি. মো. নোমানের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া কেবিনেট মিটিংয়ে আনুগত্যের শপথবাক্য পাঠ করেন লায়ন আফরোজা বেগম। অনুষ্ঠানে জেলা গভর্নরের ডাক ‘শেয়ার এন্ড কেয়ার’ উপর নির্মিত নৃত্যশিল্পী মৃত্তিকা বড়–য়ার পরিচালনায় ও শিল্পী ঝুলন দত্তের সার্বিক তত্ত¡াবধানে নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানমালার সার্বিক সঞ্চালনায় ছিলেন লায়ন ডা. মো. জাকিরুল ইসলাম ও লায়ন লুভনা হুমায়ুন সুমি। বিজ্ঞপ্তি