বান্দরবানে লামা উপজেলায় ‘মহা সাংগ্রাই পোয়েঃ উৎসব ২০২০’ উপলক্ষে মৈত্রী জলকেলি উৎসব সম্মিলিতভাবে উদ্যাপনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কেন্দ্রীয় মহা সাংগ্রাই পোয়েঃ উদ্যাপন আহবায়ক কমিটির উদ্যোগে শুক্রবার সকালে লামা প্রেসক্লাবের বীর বাহাদুর কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির আহবায়ক মংক্যহ্লা মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উৎসব উদ্যাপন কমিটির সদস্য সচিব মংছিংপ্রæ, অংছিং মারমা, শিক্ষক থুইমংছিং মার্মাসহ সিংথোওয়াই¤্রা মারমা ও চিংথোয়াই মারমা প্রমুখ উপস্থিত ছিলেন। ১৪ এপ্রিল থেকে পাহাড়ে মহা সাংগ্রাই পোয়েঃ শুরু হবে। কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৮ এপ্রিল দিনব্যাপী উপজেলায় কেন্দ্রীয়ভাবে মৈত্রী জলকেলি উৎসব অনুষ্ঠিত হবে। Ñলামা প্রতিনিধি