বান্দরবানের লামা উপজেলায় যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম লামা উপজেলা, পৌরসভা ও আলীকদম সাংগঠনিক সফর উপলক্ষে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা বিএনপির কার্যালয়ে বান্দরবান জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ইউছুপ বিন জলিল। এতে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোশারফ হোসেন দিপ্তী। সভায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিনার, মোহাম্মদ শাহেদ ও আনোয়ারুল ইসলাম তিতাস, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জামাল ও মনজুরুল আজম সুমন, বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিমুল দাশ বিশেষ অতিথি ছিলেন। সভায় লামা ও আলীকদম উপজেলা যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। লামা প্রতিনিধি