লামায় ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ নেতা আব্বাস উদ্দিনের প্রার্থিতা ঘোষণা

47

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থি হবার কথা ঘোষণা দিলেন আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন সেলিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মাঠ পর্যায়ে প্রচারণার পাশাপাশি এবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা দিলেন তিনি। রবিবার সন্ধ্যায় স্থানীয় কুটুমবাড়ী রেস্টুরেন্টের কনভেনশন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার কামাল মজনু, পৌর শ্রমিক লীগের সভাপতি আবুল বাশার, পৌর স্বেচ্ছাসেবক লীগের মো. খুরশিদ আলম, পৌর মোটরযান চালক লীগের সভাপতি এরফান আহমেদ, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি ফয়েজ মাঝি ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেনসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্বাস উদ্দিন সেলিম বলেন, আমার বাবা মরহুম মো. আলী মিয়া প্রতিষ্ঠাতা উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন এলাকায় নেতৃৃত্বের পাশাপাশি রাস্তা ঘাট. কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠাসহ ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন তিনি। এছাড়া আমিও ১৯৯০ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্বপালন করছি। দল থেকে আমাকে প্রার্থী হিসেবে সমর্থন দিলে আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে আমি একজন প্রার্থী।
আমি আশাবাদী দল আমাকে সমর্থন দিলে বিগত দিনের ধারাবাহিকতা ধরে রেখে লামাবাসি আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের কাছে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করছি। প্রসঙ্গত, আব্বাস উদ্দিন সেলিম সম্পর্কে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী এবং বর্তমান ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়ার আপন ছোট ভাই।