লামার অপহৃত ২৫ শ্রমিক ১০ লাখ টাকায় মুক্ত

1

লামা প্রতিনিধি

বান্দরবানের লামায় অপহৃত ২৫ শ্রমিককে ১০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার ভোরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এর আগে গত সোমবার সকালে জিয়াউর রহমান (৪৫) নামে এক শ্রমিক সন্ত্রাসীদের হাত থেকে কৌশলে পালিয়ে ফিরেন। লামা থানা পুলিশের ওসি মো. শাহাদাৎ হোসেন শ্রমিকদের মুক্তির সত্যতা নিশ্চিত করেন।
মুক্তিপ্রাপ্ত শ্রমিকরা হলেন মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), মো. মোবারক (২৫), মো. হারুন (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। তারা সবাই কক্সবাজার জেলার রামু, ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। এছাড়া অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
মুক্তিপ্রাপ্ত শ্রমিকরা ঈদগড়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান বাগান মালিক মো. শাহ জাহান। তিনি বলেন, তাদেরকে উদ্ধারে প্রশাসনের তৎপরতা জানার পর সন্ত্রাসীরা শ্রমিকদের বেশি মারধর করেছে।
এদিকে আরাফাত রাবার বাগানের মালিক মো. ফোরকান জানান, তার বাগানের ১২ জনকে মুক্ত করতে ৩ লাখ আর বাকী ৬ বাগানের ১৪ জনকে মুক্ত করতে ৭ লাখ টাকা সন্ত্রাসীদেরকে মুক্তিপণ দিতে হয়েছে। অপহৃত শ্রমিকদেরকে খাবার না দেওয়ায় ও মারধর করার কারণে অসুস্থ হয়ে পড়েছে। উদ্ধারের পর তাদের এখন কক্সবাজার উপজেলার ঈদগড় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে গত শনিবার রাত দেড়টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়াল মারা মুরুংঝিরির ৬টি রাবার বাগান থেকে সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ২৬ রাবার শ্রমিককে অপহরণ করে। এরপর অপহৃতদের উদ্ধারে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযানে নামেন।