লামা প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলায় তামাকের বিকল্প চাষের জন্য ৫০ জন কৃষকের মাঝে যোগাযোগ স্থাপন ও ব্যবস্থাপনায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত বারি হাইব্রিড ও বারি মিষ্টি ভুট্টা-১ জাতের ভুট্টা বীজ প্রদান করেছে বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ। ৮ এপ্রিল উপজেলার রুপসীপাড়া, ফাঁসিয়াখালী ও লামা সদর ইউনিয়নে উপকারভোগী কৃষকদের মধ্যে বিনামূল্যে পৃথক এ বীজ প্রদান করা হয়। সংস্থার সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় এ বীজ প্রদান উদ্বোধন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকিলা আক্তার।
এ সময় প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরাসহ প্রকল্পের মাঠ সহায়করা উপস্থিত ছিলেন। এতে তামাকের পরিবর্তে ভূট্টা চাষের পদ্ধতি, প্রয়োজনীয়তা এবং বাজারজাতকরণের বিষয়ের আলোচনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাম্মদ সাকিলা আক্তার।