লামায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

2

লামা প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন বান্দরবান জেলার লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান আতিথি ছিলেন- উপজেলা বিএনপির (একাংশ) সভাপতি মো. আমির হোসেন। এতে উপজেলা বিএনপির (একাংশ) যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু তাহের মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, উপজেলা মহিলা দলের সভাপতি জোসনা বেগম, দেলোয়ার হোসেন রফিক, মিরাজ উদ্দিন, বেলাল উদ্দিন ও মো. হাসান, মনিরুল ইসলাম তুহিন প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতিগণ বক্তব্য রাখেন। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।