লামায় স্থানীয় সরকার বিভাগের লজিক প্রকল্পের সভা

1

লামা প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝুঁকিপূর্ণ, ক্ষতিগ্রস্ত ও স্বল্প সক্ষম (দরিদ্র) জনগণের অভিযোজন ক্ষমতা নিশ্চিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার লক্ষে লোকাল গর্ভমেন্ট ইনিশিয়োটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রকল্পের জেলা কর্মকর্তা বীরেন লাল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন- মৎস্য কর্মকর্ত আব্দুল্লা হিল মারুফ, যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে এম সহিদুল ইসলাম ও সমাজ সেবা কর্মকর্তা। প্রকল্পের মনিটরিং অফিসার মরিয়ম কাশেমীর উপস্থাপনায় টেকনিক্যাল অফিসার বো অং সিং মার্মা কার্যক্রমের উপর বিস্তারিত তুলে ধরেন। এতে প্রকল্পের উপকারভোগীরা অংশ গ্রহণ করেন। এ সময় প্রকল্পের সিএমএফ মোজাম্মেল, উথোয়ইশৈ মার্মা, ঐহমে মার্মা ও উসাইখিং মার্মা সহ ইউএফ হাসিনা বেগম উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে সহযোগি সংস্থা হিসেবে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, সিডা, ডানিডা, ইউএনডিপি ও ইউএনসিডিএফ। সরকারি এ সহায়তা যথাযথ ব্যবহারের মাধ্যমে উপকারভোগীদের স্বাবলম্বি করে গড়ে তোলার আহবান জানান, প্রধান অতিথি নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
এ বিষয়ে প্রকল্পের জেলা কর্মকর্তা বিরেন লাল ত্রিপুরা বলেন, প্রকল্পের আওতায় জেলার লামা, রুমা, বান্দরবান সদর, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় ৪ হাজার উপকারভোগী রযেছে। এদের প্রত্যেকের নামে ব্যাংক একাউন্ট খোলা সহ ১৯৪টি দল গঠন করা হয়। তিনি আরও বলেন, প্রতি উপকারভোগীর ব্যাংক একাউন্টে ৩০ হাজার টাকা করে প্রাথমিক পুঁজি প্রদান করা হয়েছে।