লামা প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক ‘লাউদাতো সি’ সপ্তাহ। এই উপলক্ষে বৃহস্পতিবার (২৯ মে) কারিতাস বাংলাদেশ’র সিপিপি পিএইপি- ২ প্রকল্পের উদ্যোগে মর্ডান স্কুল এন্ড কলেজের চারপাশে ৪০ প্রজাতি গাছের চারা রোপণ ও ৫০শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে মডার্ন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মংজাইপ্রু মারমা, লামা বন বিভাগের বিট কর্মকর্তা এ.কে.এম. আতাফ হোসেন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. মঈন উদ্দিন ও জেভার্স ত্রিপুরা অতিথি ছিলেন। বিতরণ অনুষ্ঠানে নতুন প্রজন্ম ছাত্র- ছাত্রীদের সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে প্রচুর পরিমাণে গাছ রোপণ, যতœ ও অন্যকেও অনুপ্রাণিত করার আহবান জানান অতিথিরা।