লামায় বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

1

লামা প্রতিনিধি

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে বান্দরবান জেলার লামা বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার এবং ওজনে কারচুপির অভিযোগে জরিমানা করা হয় ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা। সোমবার এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। এ সময় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপুল কান্তি নাথ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ অভিযান উপজেলার সুস্থ বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করছেন স্থানীয়রা।
সূত্র জানায়, ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ‘সাল্টু’ নামক রাসায়নিক ব্যবহার এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন’র (বিএসটিআই) প্রয়োজনীয় সার্টিফিকেট ছাড়া ব্যবসা পরিচালনা করছে, এমন সংবাদের ভিত্তিতে সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। এ সময় ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ৫টি মামলায় প্যারামাউন্ট বেকারিকে ১৫ হাজার, হাতিয়া বেকারিকে ২০ হাজার, লিপ্সা ফুডকে ৩০ হাজার, রহমানিয়া বেকারিকে ৩০ হাজার ও জি এন্ড সন্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো কর্মকান্ড বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে স্থানীয় ব্যবসায়ীরা নিয়ম মেনে চলে এবং ভোক্তারা নিরাপদ পণ্যদ্রব্য ন্যায্য মূল্যে পান।