লামায় বাংলাদেশ বিনির্মাণে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে সভা

1

লামা প্রতিনিধি

তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় এক মতবিনিময় সভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২৫ অর্থ বছরের আওতায় সরকারি মাতামুহুরী কলেজ মিলনায়তনে লামা তথ্য অফিস এ সভার আয়োজন করে। সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সরকারি মাতামুহুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম। কলেজের বাংলা প্রভাষক আকতার কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে কলেজের আইসিটি প্রভাষক মো. আবু তালেব, অর্থনীতি প্রভাষক রফিকুল ইসলাম খাঁ, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সাংবাদিক মো. রফিকুল ইসলাম ও মো. তৈয়ব আলী বিশেষ অতিথি ছিলেন। শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সভায় প্রধান বক্তা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা ও কনসেপ্ট পেপার উপস্থাপক ছিলেন- প্রভাষক মুহাম্মদ সামশুল আলম। এ সময় কলেজের একাদশ শ্রেণীর সুপ্রিয় দিশা, কামরুল হাসান আকাশ ও ওমর ফারুক শিক্ষার্থী প্রতিনিধির বক্তব্য রাখেন।