লামায় পিস্তলসহ যুবক আটক

1

লামা প্রতিনিধি

বান্দরবান জেলার লামা উপজেলায় চাঁদা আদায়কালে মং এনু মার্মা (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরে স্থানীয়রা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লম্বাখোলা এলাকা থেকে তাকে আটক করেন। আটক মং এনু মার্মা রোয়াংছড়ি উপজেলার নুয়া পতং ইউনিয়নের বাগমারা পূর্ব পাড়ার বাসিন্দা চ ছা প্রæ মার্মার ছেলে বলে পুলিশকে জানিয়েছে।
সূত্র জানায়, সোমবার দুপুর ২টার দিকে মং এনু মার্মা লম্বাখোলা এলাকার স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করতে যান। খবর পেয়ে আশপাশের লোকজন সংঘবদ্ধ হয়ে মং এনু মার্মাকে আটক করে ক্যয়াজুপাড়া পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন। পরে আটকের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, এ ঘটনায় আটক মং এনুকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।