লামায় পাহাড়ধসের আশঙ্কায় বন্ধ রিসোর্ট খুলে দেওয়ার দাবি

2

লামা প্রতিনিধি

ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় বান্দরবান জেলার লামা উপজেলায় সকল পর্যটন রিসোর্ট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। উপজেলার মিরিঞ্জা ভ্যালি ও সুখিয়া ভ্যালিসহ বিভিন্ন পর্যটন স্পটের ৬০টি রিসোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়। গত রবিবার দুপুরে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে উপজেলা নির্বাহী অফিসার এ নির্দেশনা জারি করেন।
তিনি বলেন, উপজেলার বেশির ভাগ কটেজ পাহাড়ের চ‚ড়া ও কোলঘেঁষে স্থাপিত। গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ হচ্ছে, এতে ওইসব এলাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে পর্যটকরা কটেজে অবস্থান করলে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই প্রাণহানি এড়াতে রিসোর্টগুলো বন্ধ রাখতে বলা হয়েছে।বান্দরবান আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, বান্দরবানে অতিভারী বৃষ্টিপাত ও পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার) বিকাল ৩টা পর্যন্ত বান্দরবানে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার পর্যন্ত এ বৃষ্টিপাত অব্যাহত ছিল।
কটেজ মালিক নুর মোহাম্মদ মিন্টু, জামাল উদ্দিন, সুলতান মাহমুদ ও জিয়াউর রহমানসহ অনেকে জানান, বর্ষা মৌসুম হওয়ায় এমনিতেই পর্যটকের সংখ্যা কম, এতে স্টাফদের বেতন দেওয়াও কষ্ট সাধ্য। এর মধ্যে সাময়িকভাবে বন্ধ ঘোষণায় পথে বসা ছাড়া কোনো উপায় থাকবে না। তাই বৈরী আবহাওয়া কেটে গেলে ঈদের আগে দ্রæত এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানান তারা।
এ বিষয়ে লামা পর্যটন কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. সাদেকুল মাওলা ইরাক বলেন, আমরা আশা করবো বৈরী আবহাওয়া কেটে গেলে ঈদের আগে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিবেন স্থানীয় প্রশাসন। ঈদকে সামনে রেখে পর্যটন শিল্পে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেজন্য সকলের সহযোগিতাও কামনা করেন সাদেকুল মাওলা ইরাক।