লামা প্রতিনিধি
পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণের বিরুদ্ধে বান্দরবান জেলার লামা উপজেলায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে ৬ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজার মনিটরিং অফিসার বোরহান উদ্দিন, পৌরসভার লাইসেন্স ইন্টপেক্টর মো. তানফিজুর রহমান, কর নির্ধারক নুর মোহাম্মদ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
একই সময় দোকানের ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন না করায় আরও ২ ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ, ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন করার জন্য ব্যবসায়ীদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। প্রসঙ্গত, এর আগে নিষিদ্ধ পলিথিন ও পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। এরই অংশ হিসেবে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরু হয়।