লামায় জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটে সংবর্ধনা

1

লামা প্রতিনিধি

বান্দরবান জেলার লামা উপজেলায় জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট’র এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই।
ইনস্টিটিউট’র পরিচালক উ. নন্দ মালা ভিক্ষুর সভাপতিত্বে ও শিক্ষক মুজিবুর রহমান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী আবুল মনছুর ও সদস্য মো. সাইফুল ইসলাম রিমন, সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষক আবুল তালেব, অংথিং রাখাইন ও আবু হানিফ, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার, মানবাধিকার কর্মী এম রহুল আমিন, ইনস্টিটিউট’র জমিদাতা মাহাবুবুর রহমান বিশেষ অতিথি ছিলেন। এ সময় শিক্ষার্থীদের শ্রেণি কক্ষ সংকট নিরসনে জেলা পরিষদের পক্ষ থেকে তিনতলাবিশিষ্ট ভবন নির্মাণের আশ্বাস প্রদানের পাশাপাশি উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই।
গত এসএসসি পরীক্ষায় জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ২৪ শিক্ষার্থী অংশ নিয়ে ২৩ জন উত্তীর্ণ হয় বলে জানান ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট মংছা মার্মা।