লামা প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হলো কৃষকদের পার্টনার কংগ্রেস। ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড ফুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। কৃষি কর্মকর্তা মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে পার্টনার প্রকল্পের রাঙামাটি অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা রিয়াজ উদ্দিন প্রধান অতিথি ছিলেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোপন চৌধুরীর সঞ্চালনায় পার্টনার কংগ্রেস এ বিশেষ অতিথি ছিলেন- সরকারি মাতামুহুরী কলেজ প্রভাষক মো. রফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম প্রমুখ। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিৎ বড়–য়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকুমার দেওয়ানজী, কৃষি বিপণন কর্মকর্তা বোরহান উদ্দিন, প্রকল্পের ১৯টি পার্টনার ফিল্ড স্কুলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন। পার্টনার কংগ্রেসে অভিজ্ঞতা বিনিময় করেন- পার্টনার ফিল্ড স্কুলের সভাপতি লাকী বড়–য়া ও জসিম উদ্দিন।