লামা প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় কৃষক দলের কেন্দ্রঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উগ্যোগ নেয়া হয়। এ ধারাবাহিকতায় লামা উপজেলা পরিষদ চত্বরে নারিকেল চারা রোপণের মাধ্যমে বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচীর উদ্বোধন করেন, কৃষক দলের বান্দরবান জেলা সভাপতি ইয়াসিনুল হক রিপন। উপজেলা ও পৌর শহর শাখা কৃষক দলের আয়োজনে কর্মসূচীতে বান্দরবান জেলা বিএনপির যু. আহবায়ক মশিউর রহমান মিটন, আমির হোসেন ও থোয়াইনু অং চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হায়দার বাবলু, উপজেলা কৃষক দলের আহব্বায়ক মোহাম্মদ ইব্রাহিম ও সদস্য সচিব মো. আমির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, পৌর কৃষকদলের আহবায়ক মাহমুদুল হাসান ইদ্রিস ও সদস্য সচিব ফরহাদুল ইসলাম সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম বলেন, লামা সদর ইউনিয়নের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশ রক্ষায় পর্যায়ক্রমে উপজেলার সব কটি ইউনিয়নেও গাছের চারা রোপণ করা হবে।