লামায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদ্যাপিত

1

লামা প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা উপজেলায় আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস সোমবার উদ্যাপিত হয়েছে। ‘পার্বত্য চট্টগ্রামের নারী ও মেয়ে শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে ক্ষমতায়ন প্রকল্প’র আওতায় ও ইআরআরডি-সিএইচটি-ইউএনডিপি’র ব্যবস্থাপনায় দিবসটি উদ্যাপিত হয়। এ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে উপজেলার মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম। এতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশিষ বিশ^াস গেস্ট অব অনার ছিলেন। প্রধান শিক্ষক আশীষ কুমার দত্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার, লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাব্বির রহমান, শেকিনাহ্ হাই স্কুলের প্রধান শিক্ষক বিশ^নাথ দে ও প্রকল্পের এডুকেশন ফ্যাসিলিটেটর মো. শামিম মিয়া।
এর আগে দিবসটি উপলক্ষে লামা আইডিয়াল পাবলিক স্কুল, লামা সদর স্কুল অ্যান্ড কলেজ, মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বপ্ন কানন বিদ্যাপিঠ শিক্ষার্থীদের নিয়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আতিথিরা।