লামায় অবৈধ বালু উত্তোলনে আ.লীগ-বিএনপির সিন্ডিকেট

2

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার ঝিরি-খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন প্রভাবশালীরা। উপজেলার ৫০টির অধিক পয়েন্ট থেকে অবাধে দিন-রাত বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসনের অভিযানের পরও থামছে না বালু উত্তোলন। ফলে হুমকরি মুখে পড়েছে পরিবেশ।
বালু উত্তোলনকারীরা আগের যেকোন সময়ের চেয়ে বর্তমানে নিজেদের শাক্তিশালী মনে করছে। বালু লুটের সুবিধার্থে শক্তিশালী সিন্ডিকেট গঠন করা হয়েছে।
স্থানীয়রা জানান, চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানয়িা উপজেলা ও স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট প্রশাসনের অনুমোদন ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন করছেন। ফলে খালগুলো হারাচ্ছে প্রকৃত রূপ। খালের গতি পরিবর্তনে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি, সড়ক, ব্রিজ।
তারা জানান, লামার পার্শ্ববর্তী লোহাগাড়া ও সরই ইউনিয়নের আওয়ামী লীগ ও বিএনপির কিছু ব্যক্তি সিন্ডিকেট গড়ে তুলেছেন। তারা সরই ও আজিজনগরের ৫০টির অধিক পয়েন্ট থেকে বালু তুলছেন। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে বালু তোলা হচ্ছে। এরপরও পরিবেশ অধিদপ্তর নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।
জানা গেছে, উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু পাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও থামছে না বালু উত্তোলন কাজ। এসব বালু চট্টগ্রামের বিভিন্ন জেলা ও চট্টগ্রাম নগরীতে পাচার হচ্ছে।
অপরদিকে উপজেলার সরই ইউনিয়নের আন্দারী বাতখোলা, বাইঘর দোকান কমিউনিটি ক্লিনিকের পাশের, মসজিদ ভিটা, ভরা গোদা, ৪নং ওয়ার্ডের কমলা খোলা, ৭নং ওয়ার্ডের জোড়মনি পাড়া, জোড়মনি পাড়া ব্রিজের পূর্ব পাশের, ৫নং ওয়ার্ডের হারেস কোম্পানির মৎস খামারের দক্ষিণের ৩০টির অধিক পয়েন্ট, আজিজনগর পূর্ব চাম্বি, আজিজনগরের বিভিন্ন ছড়া ও খালের ২০টির অধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু লুটকারীরা বালু উত্তোলন করে মোবাইল কোর্টের জরিমানা দিয়ে পুনরায় বালু পাচার করে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের লোকজনের সাথে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিশেষ সখ্য গড়ে উঠেছে। যে কারণে বেপরোয়াভাবে সরই ও আজিজনগর থেকে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতিসাধন করলেও পরিবেশ অধিদপ্তর কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
স্থানীয়রা জানান, সরই ইউনিয়নের ডলু খাল, সরই খালসহ বিভিন্ন প্রবাহমান ঝিরি থেকে একটি সিন্ডিকেট গেলো ৬ মাস ধরে অবৈধভাবে বালু পাচার করছে। বালু উত্তোলন ও পাচারে লোহাগাড়া ও সরই ইউনিয়নের বিএনপির একটি সুবিধাভোগী চক্র এবং আওয়ামী লীগের কিছু চিহ্নিত ব্যক্তি জড়িত রয়েছেন। অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারে সরই ইউনিয়নের অনেক রাস্তা-ঘাট নষ্ট হয়ে পড়েছে। প্রতিদিন রাতের বেলায় শত শত ট্রাক বালু সরই থেকে চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে সরই ও আজিজনগরের পূর্ব চাম্বির ৬টি পয়েন্ট থেকে গত শনিবার সাড়ে তিন লাখ ঘনফুট ও আজিজনগর পূর্ব চাম্বি পয়েন্টে দেড় লাখ ঘনফুট বালু জব্দ করে প্রশাসন।
পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, বালু পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালকের কাছে সুপারিশ প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে লামা উপজেলা ছাগল খাইয়ায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। তবে এই অভিযান চলমান থাকবে।
লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব জানান, বালু লুট, পাহাড় কর্তন ও পরিবেশের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।
লামা উপজেলার নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানান, সরই এলাকার কয়েকটি পয়েন্ট থেকে জব্দকৃত বালু জেলা প্রশাসক মহোদয়ের অনুমোদনক্রমে নিলামে বিক্রয় করা হবে। পরিবেশ বিনষ্টকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না।