লামা প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে অপহৃত ৯ তামাক চাষি-শ্রমিককে যৌথবাহিনীর অভিযানের মুখে ছেড়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। অপহরণকারীরা গতকাল বুধবার বিকাল ৫টার দিকে লেমুপালং মুখ এলাকায় অপহৃতদেরকে ছেড়ে দেয়।
উদ্ধার ব্যক্তিদের মধ্যে ভুট্টু, আলম আমিন, জমির হোসেন, রশিদ উল্লাহ, মো. ইসমাইল ও শাহিদুল আলমের নাম জানা গেছে।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন শ্রমিকদের মুক্তির সত্যতা নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার গজালিয়া ইউনিয়নের লেমুপালং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টোসহ ৯ শ্রমিককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। খরব পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম অপহৃতদের উদ্ধারে ওই এলাকায় অভিযানে নামে। টানা অভিযানে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়। উদ্ধারকৃত চাষি-শ্রমিকরা সুস্থ আছেন।