লামা প্রতিনিধি
তীব্র কুয়াশাচ্ছন্ন শীত উপেক্ষা করে বান্দরবান জেলার লামা উপজেলায় সংঘটিত এক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র দিয়েছেন পাহাড়ি সংগঠন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)’। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’-চির সত্য এ প্রবাদকে ধারণ করে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়- চাল, ডাল, তেল, গোল আলু ও শীতবস্ত্র কম্বল। শুক্রবার দুপুরে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়া ত্রিপুরা পল্লীতে গত ২৫ ডিসেম্বর রাতে সংঘটিত অগ্নিকান্ডের ক্ষতস্থান পরিদর্শন শেষে সংগঠনের লামা উপজেলা শাখার উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ত্রাণ তুলে দেন। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (গণতান্ত্রিক) বান্দরবান জেলা শাখার সভাপতি উবামং মারমা এ ত্রাণ প্রদান উদ্ভোধন করেন। এ সময় সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি মেনরুং ম্রো ও সাংগঠনিক সম্পাদক বিকাশ চাকমা, জেলা সমন্বয়ক অতল চাকমা, উপজেলা কমিটির সভাপতি মং শৈ প্রু ত্রিপুরা, গজালিয়া ইউনিয়ন পরিষদ সদস্য ইলিসাই ত্রিপুরা ও টংগঝিরি পাড়া কারবারী দুনিজং ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণ প্রদানের সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (গণতান্ত্রিক) লামা উপজেলা সভাপতি মং শৈ প্রু ত্রিপুরা বলেন, অগ্নিকান্ডে যে বিশাল ক্ষতি হয়েছে, তা পূরণ করা সম্ভব নয়। তায় দুঃসময়ের সম্বল হিসেবে এই ত্রাণ সামগ্রী প্রদানের উদ্যোগ।