লাখ টাকা, ৪ ভরি স্বর্ণসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি

1

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া আরিফ শাহ পাড়ার কুয়েত প্রবাসী আইয়ুব আলীর নতুন ঘরের তালা ভেঙ্গে চোরের দল নগদ ১ লক্ষ টাকা, ৪ ভরি স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। গত ৯ নভেম্বর দিবাগত গভীর রাতে কুয়েত প্রবাসী আইয়ুব আলীর দ্বিতল পাকা নতুন ঘরের তালা ভেঙ্গে চোরের দল প্রবেশ করে। ঘরের লোকজন না থাকায়, আশেপাশে বাড়ি ঘর না থাকার সুযোগকে কাজে লাগিয়ে চুরি সংঘটিত করে। এ সময় চোরের দল প্রবাসী আইয়ুব আলীর ১ম ও ২য় তলার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারি, ওভারড্রপ ভেঙ্গে নগদ ১ লক্ষ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, মূল্যবান কাপড়-চোপড়, অন্যান্য সামগ্রীসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ সময় চোরের দল বাড়ির কাপড়-চোপড়, আসবাবপত্র ভাংচুর ও তচনছ করে ব্যাপক ক্ষতি সাধন করে। স্থানীয়রা সকালে ঘরের দরজা ভাঙ্গা দেখে আইয়ুব আলীর স্ত্রী সামশুন নাহারকে জানালে তিনি সকালে বাড়িতে আসেন।
এ ব্যাপারে চন্দনাইশ থানায় সংবাদ দিলে ইন্সপেক্টর (তদন্ত) যুযুৎষ যশ চাকমাসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।