লাখো রোহিঙ্গার ইফতার পদদলিত হয়ে একজনের মৃত্যু

1

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে লাখো রোহিঙ্গা শরণার্থীর ইফতার আয়োজনে যোগ দিতে এসে পদদলিত হয়ে একজন মারা গেছেন। আহত হয়েছেন আরও দুইজন। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে শরণার্থী শিবিরের ডামি হিল (হ্যালিপ্যাড) এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এপিবিএন-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন।
মারা যাওয়া ব্যক্তির নাম নেয়ামত উল্লাহ (৫০)। তিনি চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রয়াত সবি মিয়ার ছেলে। আহতরা হলেন, চার নম্বর ক্যাম্পের ব্লক-ই/০৫ এর আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও একই ক্যাম্পের বশির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৬২)। খবর বিডিনিউজের
সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শরণার্থী শিবিরে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার আয়োজনে যোগ দেন। শরণার্থী শিবিরের আইনশৃঙ্খলায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন বলেন, ‘দুপুরের দিকে গরম ছিল অনেক। বয়স্ক হওয়াতে পাহাড়ের ঢালুতে উঠতে গিয়ে তিনি পদদলিত হন। পরে সেনাবাহিনীর সহযোগিতায় একটি এনজিও’র পরিচালনাধীন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান’।
তিনি বলেন, আহত দুইজনকে কক্সবাজার সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহেদুল হাসান আহতদের বরাতে বলেন, ‘তারা (আহতরা) বলছেন গরম ছিল, তার ওপর রোজা, অনেক হুড়োহুড়িতে পড়ে গিয়েছিলেন। তাদের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে’।