পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী লাখেরা অভয় বিহারে গত ২৫ অক্টোবর দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভদন্ত আর্যকীত্তি মহাথেরো, সহ-সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। আর্শীবাদক ছিলেন ভদন্ত বজিরানন্দ মহাথেরো, উদ্বোধক ছিলেন লাখেরা অভয় বিহারের অধ্যক্ষ ভদন্ত ভদ্রিয়। প্রধান অতিথি ছিলেন প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো, মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, প্রধান ধর্মদেশক ভদন্ত করুণানন্দ থেরো, অধ্যক্ষ, অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স,বজ্রযোগিনী মুন্সীগঞ্জ। আরো উপস্থিত ছিলেন ড. প্রিয়দর্শী মহাথেরো, ইদ্দিপঞঞা মহাথেরো, বিপসসী মহাথেরো, সংঘবোধি মহাথেরোসহ ভিক্ষু সংঘ। বিজ্ঞপ্তি











