লাক্স তারকা চৈতির বিচ্ছেদ

60

 

বিয়ের ৩ বছরের মাথায় স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানলেন ছোটপর্দার অভিনয়শিল্পী ইশরাত জাহান চৈতি। ৮ নভেম্বর স্বামী শাওন রায়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে-বিচ্ছেদ ঘটেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন চৈতি। ২০১৫ সালের অক্টোবর ব্যবসায়ী শাওন রায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। শাওন ব্যবসার পাশাপাশি ত্রি-মাত্রিক ও গ্রাফিক ডিজাইনার হিসেবেও কাজ করেন। ‘ব্যক্তিগত কারণে’ এই বিচ্ছেদ প্রক্রিয়া আরও ৯ মাস আগে শুরু হয়েছে; নভেম্বরে চূড়ান্তভাবে বিচ্ছেদের পর থেকে শোবিজে গুঞ্জন চললেও মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। গুঞ্জনের মুখে বিচ্ছেদের দেড় মাস পর নিজেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানালেন, গুঞ্জনটি সত্যি। “শুরুতে ঘটনাটি আমি জানাতে চাইনি। কারণ মানসিকভাবে আপসেট ছিলাম। এখন গুছিয়ে নেওয়ায় নিজেই নিউজটি জানালাম।” বেশ কয়েকটি খন্ড নাটক ও ধারাবাহিক নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। ২০১১ সালে ‘মধুমতি’ নামে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত একটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। রাবেয়া খাতুনের অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন শাহজাহান চৌধুরী। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুফিয়া চৌধুরী। এতে তার বিপরীতে অভিনয় করেন রিয়াজ। ২০০৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হয়ে শোবিজে অভিনয় শুরু করেন তিনি।