লাকসাম থানার এসআই জাহাঙ্গীর আলমের সাফল্য

381

কুমিল্ল­ার লাকসাম থানা পুলিশের চৌকস এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ওয়ারেন্ট তামিল কর্মদক্ষতায় চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠত্ব অর্জনকারী অফিসার হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম। চট্টগ্রাম রেঞ্জ মাসিক অপরাধ সভা পর্যালোচনায় ওই সম্মাননা প্রদান করা হয় তাকে। এছাড়াও ইতোপূর্বে ওই উপ-পুলিশ পরিদর্শক ওয়ারেন্ট তামিলে কুমিল্লা জেলায় সেরা পুলিশ অফিসার হিসেবে পুরস্কার অর্জন করেন। কুমিল্লা জেলার লাকসাম থানায় যোগদান করার পর জনবান্ধব পুলিশ অফিসার হিসেবে তিনি লাকসাম থানা এলাকায় সুনাম অর্জন করেন। এ বিষয়ে এসআই জাহাঙ্গীর আলম জানান, প্রত্যেক পুরস্কার প্রাপ্তিতে অপরাধ এবং অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত কাজ করার উৎসাহ বৃদ্ধি হয় এবং সামাজিক দায়বদ্ধতা বেড়ে যায়। তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নিকট কৃতজ্ঞতা জানান। বিজ্ঞপ্তি