লাইসেন্সবিহীন পানি বিক্রি করায় জরিমানা

1

নিজস্ব প্রতিবেদক

আইন অমান্য করে লাইসেন্সবিহীন পানি বিক্রি করার দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার নগরের হালিশহর এলাকার লাইফ ফিল ড্রিংকিং ওয়াটার নামে প্রতিষ্ঠানটিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অনুমোদন ছাড়া বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে বোতলজাত পানি বিক্রি করছিল প্রতিষ্ঠানটি।
গতকাল মঙ্গলবার দুপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই চট্টগ্রাম অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. আলী আকবর সোহেল।
অভিযানে হালিশহর থানার বড়পোল নতুন পাড়ার লাইফ ফিল ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’ এর ১৫/২৭ ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে অনুমোদন বা সিএম লাইসেন্স গ্রহণ না করেই বাজারে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার সরবরাহ করছিল। ফলে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআই’র সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়, ফিল্ড অফিসার (সিএম) রাশেদ আল মামুন ও পরিদর্শক (মেট) বুলবুল আহমেদ জয়।
বিএসটিআই বিভাগীয় অফিস জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। বিএসটিআই কর্তৃপক্ষ সকল ব্যবসা প্রতিষ্ঠানকে আইন মেনে কার্যক্রম পরিচালনার আহŸান জানিয়েছে। লাইসেন্সবিহীন কোন প্রতিষ্ঠান যদি বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে বা নিয়ম ভঙ্গ করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।