লন্ডনে কানেক্ট বাংলাদেশ’র কার্যকরী কমিটির অভিষেক

1

লন্ডনের রমফোড রোডস্ত আইভি মিলনায়তনে আন্তর্জাতিক সংগঠন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল এর উদ্যোগে সম্প্রতি যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন ও নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। সমগ্র বিশ্বে প্রবাসী বাংলাদেশীদের অধিকার, সমস্যা ও বাংলাদেশের উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক এই সংগঠন বিগত কয়েক বছর যাবত কাজ করে যাচ্ছেন। প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছয়বারের নির্বাচিত প্রবীণ সংসদ সদস্য যুক্তরাজ্য সরকারের স্টেট মিনিস্টার পর ওয়ার্ক এন্ড
পেনশনস স্যার স্টিফেন টিমস,এমপি। বিশেষ অতিথি ছিলেন লন্ডন বারা অফ কেমডেনের মেয়র সমতা খাতুন। উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন যথাক্রমে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের ফাউন্ডিং চেয়ারমান ব্যারিস্টার মনোয়ার হোসেন, মোহাম্মাদ ওবাইদুল্লাহ, ব্যারিস্টার মূফতী নাফিজ, মাহবুব উদ্দিন ভুইয়া, কাজি মোহাম্মাদ শিপু, কাজী মনসুর আহমেদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, জেড এ ফারুখ রতন, জাহাঙ্গীর আলম, অলি খান, আবদুল জালিল খান, সেলিম চৌধুরী, ব্যারিস্টার আতাউর রহমান, সানাউল্লাহ সামী, আব্দুল হালিম, মুজাহিদুল ইসলাম, আবু জাফর, প্রফেসর সাগির বখত, মেসবাহ উদ্দিন খান, মাসুদুর রহমান, সুজন বড়ুয়া। অনুষ্ঠানে ৬ জন মুক্তিযোদ্ধাকে সম্মানিত করা হয়। সম্বর্ধিত মুক্তিযোদ্ধারা হলেন আবাব চৌধুরী, এমদাদুল হক, শামসুদ্দিন ফকির, জিয়াউল করিম, মাহমুদুর রহমান, কামাল দেওয়ান, সংগঠনের যুগ্ম সচিব মীর রাশেদ আহমেদ ও সহ-সভাপতি আঞ্জুমান চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম পর্ব এ ছিল বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের উপর আলোচনা। এছাড়া শিশুদের জন্য আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় সভাপতি আবু আহমেদ খিজির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে সকলের পরিচয় করিয়ে দেন। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, সহ-সভাপতি শওকত মাহমুদ টিপু, সহ-সভাপতি নুরুল আমিন, অর্থ সম্পাদক, আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক, ইঞ্জিনিয়ার কাজী নজরুল ইসলাম। পাবলিক রিলেশন সেক্রেটারি, মোহাম্মদ আলী রেজা প্রমুখ। বিজ্ঞপ্তি