লকডাউন অমান্য করে গ্রেফতার ফুটবল তারকা

19

তাকে ধরা হয় পেরুর সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। পেরুর ফুটবল ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার যিনি খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। ১৯৯৮ সালে নিউক্যাসল ইউনাইটেডে সাইন করার পর ক্লাবটির তারকা খেলোয়াড় বনে যান। পেরুর ক্রীড়া ইতিহাসে তিনিই প্রথম ক্রীড়াবিদ যার বিয়ে সরাসরি স¤প্রচার হয়েছে টেলিভিশনে। আর এমন একজনই কিনা করোনাভাইরাসের জন্য লকডাউন অমান্য করে গ্রেফতার হলেন পুলিশের হাতে! পেরুর টেলিভিশন চ্যানেল আরপিপি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় ৪৫ বছর বয়সী সাবেক উইঙ্গার নলবার্তো ওরফে নোব্বি সোলানোকে গ্রেফতার করে লিমার পুলিশ আটকে রাখে লা মোলিনা থানায়। পরে অবশ্য ছাড়া পেয়ে যান তিনি।