রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অেিভযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের তিনব্রিজ টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত আসামি মো. মনির বর্তমানে পলাতক। মনির দুই সন্তানের পিতা এবং ওই এলাকার আমির হোসেনের ছেলে বলে জানা গেছে। গতকাল শুক্রবার পুলিশ ও স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার রাতে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এতে প্রতিবেশী মনিরের বাসায় গিয়ে মেয়ের খবর জানতে চাইলে মনিরের স্ত্রী জানান, তার স্বামী তামাক ক্ষেতে আছেন। পরে লোকজন নিয়ে তাদের তামাক ক্ষেতে গেলে মনির পালানোর চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন তাকে আটকে জিজ্ঞাসা করলে কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করে মনির। পরে সেখান থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।
কিশোরীর বাবা বলেন, স্থানীয়রা মামলা না করে সমাধানের কথা বললেও এক পর্যায়ে ধর্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করেন এলাকার মাতব্বররা। পরে লংগদু থানায় অভিযোগ দায়ের করি।
লংগদু থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।