হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে দুই অস্ত্রধারী যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন রাউজান পৌরসভার সুলতানপুর গ্রামের কাজীপাড়া এলাকার মৃত আবুল মনসুরের ছেলে মো. শাখাওয়াত হোসেন (৩০) এবং নোয়াজিশপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. নাইম উদ্দিন (২৪)।
গতকাল রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের অধিনায়ক এসপি সাইফুর রহমান। এর আগে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে র্যাবের ওই ক্যাম্পের সদস্যরা রাউজান থানাধীন গহিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ সময় তাদের দেহ তল্লাশি করে কাঠের বাটযুক্ত ২টি ০.২২ ক্যালিবার রাইফেল, ২টি ম্যাগজিন এবং ৬টি তাজা কার্তুজ জব্দ করা হয়। জব্দকৃত আগ্নেয়াস্ত্র এবং গুলি দিয়ে তারা ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি করে আসছিল বলে র্যাবের শীর্ষ কর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে চট্টগ্রামের র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি রাইফেল, দুইটি ম্যাগজিন এবং ছয়টি তাজা কার্তুজ জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গুলিগুলো তারা ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির কাজে ব্যবহার করছিল বলে আমাদের কাছে স্বীকার করেছে। অভিযানের সময় তাদের সাথে থাকা অন্যরা পালিয়ে গেছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরসহ জব্দকৃত আগ্নেয়াস্ত্র রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব কর্মকর্তারা জানান।
অস্ত্র ও গুলিসহ দুই যুবককে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তরের কথা স্বীকার করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভ‚ঁইয়া তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।