র‌্যাঙ্কিংয়ে মাকরামের বড় লাফ

1

স্পোর্টস ডেস্ক

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির আরেক পুরস্কার পেয়েছেন এইডেন মার্করাম। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশের দুয়ারে পৌঁছে গেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান।
সাত ধাপ এগিয়ে ১১ নম্বরে আছেন মার্করাম। ১০ নম্বরে থাকা নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেলের (৭২৫) চেয়ে স্রেফ ২ রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন তিনি (৭২৩)।
ফাইনালে দুই ইনিংস মিলিয়ে মাত্র ২০ রান করা অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড র‌্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন। এই সুযোগে ম্যাচ না খেলেও দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন মিচেল। একইভাবে এক ধাপ করে এগিয়ে ভারতের রিশাভ পান্ত ও পাকিস্তানের সাউদ শাকিল যৌথভাবে আটে আছেন।
ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে প্রথম সাতটি স্থানে কোনো পরিবর্তন আসেনি। চূড়ায় আছেন ইংল্যান্ডের সফলতম ব্যাটসম্যান জো রুট।
ফাইনালে ৯ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখা প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতো দুই নম্বরে আছেন (৮৬৮ রেটিং পয়েন্ট)। চূড়ায় ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ (৯০৮ রেটিং পয়েন্ট)।
এক ধাপ করে পিছিয়ে অস্ট্রেলিয়ার পেসার জশ হেইজেলউড পাঁচে ও স্পিনার ন্যাথান লায়ন ছয়ে আছেন। তাদের অবনমনে ম্যাচ না খেলেও দুই ধাপ এগিয়ে চারে আছেন পাকিস্তানের স্পিনার নোমান আলি।
অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতো শীর্ষে আছেন জাদেজা, দুই নম্বরে মেহেদী হাসান মিরাজ।