পূর্বদেশ ডেস্ক
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে প্রধান উপদেষ্টার প্রতিনিধি দল। গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে উপদেষ্টা পদমর্যাদার খলিলুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি উখিয়ার কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান।
প্রতিনিধি দলটি পরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কও পরিদর্শন করেছে।
উখিয়ায় শিবির সংশ্লিষ্ট ও প্রতিনিধি দলের সঙ্গে থাকা স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প-৪ এ/১০ বøকে বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার শপ পরিদর্শন করে। রোহিঙ্গা শিবির-৮ ওয়েস্ট সি আইসি অফিস সংলগ্ন ওয়াচ টাওয়ার থেকে সার্বিক দৃশ্য দেখেন তারা। খবর বিডিনিউজের
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, দলটি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক থেকে মিয়ানমার সীমান্ত এলাকার সার্বিক দৃশ্য দেখেন। পরে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি বøকে ইউএনএইচসিআর কর্তৃক পরিচালিত লাইভলীহুড প্রকল্প পরিদর্শন করেন। এ সময় সেন্টারের কারিগরি প্রশিক্ষণ এবং বিভিন্ন হস্তশিল্পের কাজ পরিদর্শন করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রতিনিধি দলের সদস্য, স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তা, ক্যাম্প প্রশাসন ও এনজিও প্রতিনিধিদের অনেকেই ছিলেন। সামছু-দ্দৌজা বলেন, পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, রোহিঙ্গা সংশ্লিষ্ট জড়িত সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন।