রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

2

পূর্বদেশ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সরকারের প্রায় সব ধরনের সহায়তা কার্যক্রম বন্ধের যে সিদ্ধান্ত দিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের জীবনরক্ষাকারী খাদ্য ও পুষ্টি সহায়তা কার্যক্রম তার আওতায় পড়বে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়।
সে কারণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বলে রোববার সরকারপ্রধানের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
সেখানে বলা হয়, ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা গতকাল বিকালে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে এই ছাড়ের বিষয়ে অবহিত করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা শরণার্থী সঙ্কট শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ২৫০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশে দিয়েছে ২১০ কোটি মার্কিন ডলারের বেশি।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র আগামী ৯০ দিন বিদেশে অর্থ সহায়তা বন্ধ করার কথা জানিয়েছে। কিন্তু বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য তারা যে সহায়তা দেন, সেটা বন্ধ করবে না বলে জানিয়েছেন।
রোহিঙ্গা সঙ্কট নিয়ে সরকার এ বছরই বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন করবে জানিয়ে অপূর্ব জাহাঙ্গীর বলেন, এতে ১৭০টি দেশ অংশ নেবে। জাতিসংঘ এই সম্মেলনের সহ-আয়োজক।
ট্রাম্পের ওই সিদ্ধান্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউএসএআইডির বাংলাদেশ কার্যালয়ের পরিচালক রিচার্ড অ্যারন শনিবার সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ সব স্থানীয় উন্নয়ন সংগঠনের জন্য এ নির্দেশনা জারি করে চিঠি দেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চুক্তির আওতাধীন সব প্রকল্প ও কর্মসূচির মার্কিন অংশের ব্যয় বন্ধ রাখতে বলা হয় সেখানে।