রোহিঙ্গাদের ভোটার করা দালালদের ধরিয়ে দিতে আহবান

1

পূর্বদেশ ডেস্ক

কোনো বিদেশি বা রোহিঙ্গাদের কেউ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার অপচেষ্টা করলে তাদের ধরিয়ে দেওয়ার জন্য দেশবাসীর কাছে আহŸান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার ইসির সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহŸান জানানো হয়েছে। খবর বাংলানিউজের।
এতে উল্লেখ করা হয়, স¤প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের বিভিন্ন জেলা, উপজেলার নির্বাচন অফিসে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অপতৎপরতায় লিপ্ত রয়েছেন। কিন্তু ভোটার তালিকা আইন ২০০৯ এর ৭ (১) (ক) অনুযায়ী কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই। বাংলাদেশের কিছু আগধু ব্যক্তি/দালালচক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছেন যা ভোটার তালিকা আইন, ২০০৯ এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী দÐনীয় অপরাধ। এই অবস্থায় বাংলাদেশের যেকোনো স্থানে/জেলা, উপজেলার নির্বাচন অফিসগুলোতে কোনো রোহিঙ্গা বা অন্য কোনো বিদেশি নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের অপচেষ্টা করার তথ্য নির্বাচন কমিশনের স্থানীয় উপজেলা, জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস, নির্বাচন কমিশন সচিবালয়ের টেলিফোনে ০২-৫৫০০৭৬০০; ই-মেইল:secretary@ecs.gov.bd অথবা কল সেন্টার ১০৫ এ (টোল ফ্রি) অথবা ডাকযোগে নির্বাচন কমিশনের সচিবকে জানানোর আহবান করেছে সংস্থাটি।