রোয়াংছড়িতে বিএনপির সদস্য সংগ্রহ ও গণসংযোগ

1

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চলছে তৃণমূল পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ নবায়ন ও গণসংযোগ কার্যক্রম। সেই ধারাবাহিকতায় শুক্রবার সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয় সদস্য সংগ্রহ ও গণসংযোগ সভা। প্রথমে রোয়াংছড়ি কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে রোয়াংছড়ি শিশু পার্ক প্রাঙ্গণে এসে শেষ হয় এবং একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো.জাবেদ রেজার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক মা ম্যা চিং। এসময় জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক লুসাইমং, জসিম উদ্দীন তোষার, জেলা বিএনপির সদস্য চনু মং মারমাসহ জেলা বিএনপি ও রোয়াংছড়ি উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত। জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা বলেন, তারেক রহমানের নির্দেশে রেইনবো নেশন বাস্তবায়নের মাধ্যমে সারাদেশের সাথে তাল মিলিয়ে সুন্দর সুশৃঙ্খল দেশ গঠনে কাজ করছি। এসময় তিনি আরো বলেন, পাহাড়ের কৈচিত্র্যময়তা এখানকার সংস্কৃৃতি, আমাদের অলংকার। সুতরাং পাহাড়ে কাউকে বাদ দিয়ে বাংলাদেশ অকল্পনীয়। ইতোমধ্যে পাহাড়ের বিভিন্ন দুর্গম এলাকার মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়ছে। আমরা প্রত্যেক ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে চাই।