রোনালদোর ৯২৮তম গোল

1

বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের পায়ের জাদুতে ফুটবল মাঠে একের পর এক গোল করেই যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও প্রতিপক্ষ রক্ষণে রীতিমতো ভীতি ছড়াচ্ছেন এই পর্তুগিজ তারকা। শুক্রবার (১৪ মার্চ) সৌদি প্রো লিগে আরও একবার দেখা গেল রোনালদোর ভয়ঙ্কর রূপ। আল খোলুদের বিপক্ষে তিনি পেলেন জালের দেখা। তার দুর্দান্ত এক গোলের রাতে ১০ জনের দল নিয়েও ৩-১ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। সৌদি প্রো লিগে এবারের মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলস্কোরার পর্তুগিজ তারকা। ২৪ ম্যাচে তিনি করেছেন ১৯ গোল।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৯২৮ গোল হয়ে গেছে রোনালদোর। ১০০০ গোলের জগতে পা রাখতে চাই আর ৭২ গোল।