রোনালদোর সাথে নতুন চুক্তি করতে চায় আল নাসের

1

আল নাসেরের সাথে দুবছরের চুক্তিতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার আল ফাতেহ ক্লাবের বিপক্ষে খেলার পর ইঙ্গিত দিয়েছেন ক্লাব ছাড়ার। সৌদি আরবের ক্লাবটি চায় নতুন করে রোনালদোর সাথে চুক্তি করতে।
রোনালদোর সাথে চুক্তি করতে বেশ প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে, মনে করছেন আল নাসেরের স্পোর্টিং ডিরেক্টর ফেরান্ডো হেইরো। বলেছেন, ‘৩০ জুন পর্যন্ত রোনালদোর সাথে আল নাসেরের চুক্তি রয়েছে। নতুনভাবে চুক্তি করতে আমরা তার সাথে কাজ করব।’