হঠাত করেই স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন রিয়াল মাদ্রিদে ফিরতে মরিয়া ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ ছাড়া চ্যাম্পিয়নস লিগে রোনালদো যে ভুগছেন তার প্রমাণ শেষ দুই মৌসুম শেষ ষোল থেকেই জুভেন্টাসের বিদায়। এবার তাই নাকি আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন রোনালদো।
তবে এ ব্যাপারে কিছুই জানেন না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এটাই জানিয়েছেন জিজু। রিয়ালের হয়ে টানা তিনটি সহ মোট চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন রোনালদো। এছাড়া দুটি লা লিগাসহ জিতেছেন অনেক শিরোপা। দলটির ইতিহাসের সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তার। এরপর নতুন চ্যালেঞ্জের খোঁজে ২০১৮ সালে তিনি পাড়ি জমান জুভেন্টাসে। সেখানেও তার ব্যক্তিগত পারফরম্যান্স উজ্জ্বল। কিন্তু রোনালদোর বিদায়ের পর খুব একটা ভালো সময় কাটছে না রিয়ালের। স্প্যানিশ দৈনিকগুলোতে গুঞ্জন উঠেছে রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস তাকে মাদ্রিদে ফেরাতে এর মধ্যেই লস ব্ল্যাঙ্কোসদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।