রোনালদোর চোখ চ্যাম্পিয়ন্স লিগে

22

চলছে জুভেন্টাসের সঙ্গে ফিজিক্যাল ট্রেনিং। তারই ফাঁকে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে তিন সন্তান এবং বান্ধবী জর্জিনাকে নিয়ে ছবি পোস্ট করেছেন রোনালদো। তিনি লিখেছেন, ‘কঠোর অনুশীলনের পরে আমার সুন্দর পরিবারের সঙ্গে সময়টা ভালই কাটছে।’ ইতালির সংবাদমাধ্যমের খবর, আগামী সপ্তাহ থেকেই তিনি পুরোদমে অনুশীলনে নেমে পড়বেন।
মাসিমিলিয়ানো অ্যালেগ্রির অধ্যায় শেষ। জুভেন্টাসে নতুন মৌসুমে ডাগআউটে থাকবেন সাবেক চেলসি ম্যানেজার মাউরিসিয়ো সাররি। ফলে সমস্ত কিছু প্রথম থেকে শুরু করার আগে নতুন গুরুর সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন রোনালদো। ইতালির একটি পত্রিকা সেই খবর ফাঁস করেছে। যেখানে বলা হয়েছে, গত সপ্তাহে রোনালদোর বিলাসবহুল প্রমোদতরীতে গোপনে গিয়েছিলেন সারি। সেখানে তাঁদের দীর্ঘ সময় আলোচনা হয়েছে। তখনই রোনালদো জানিয়ে দেন, তিনি কী ধরনের ফুটবল পছন্দ করেন এবং নতুন মৌসুমে কীভাবে খেলবেন।
ওই পত্রিকায় বলা হয়েছে, সারিকে নাকি রোনালদো জানিয়ে দেন, মাঠে তাঁর জায়গা কোথায় হবে তা নিয়ে আদৌ চিন্তিত নন। ম্যানেজার দলে স্বার্থে তাঁকে যেখানে খেলাতে চান, তিনি রাজি আছেন। রোনালদো তাঁকে বলেন, ‘সচরাচর আমি বাঁ দিক দিয়ে খেলতে পছন্দ করি। তবে যদি দলের স্বার্থে আমাকে মাঝখান থেকে অথবা ডান দিক দিয়ে খেলতে হয়, তাহলেও কোনও সমস্যা নেই। আমি দ্রুত তার সঙ্গে মানিয়ে নেব। এবার ক্লাবকে সিরি আ’র সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ উপহার দেব, সেটাই আমার লক্ষ্য।’
নতুন মৌসুম নিয়ে আশাবাদী সারিও। তিনি স্পষ্ট করে দিয়েছেন, রোনালদোই তাঁর দলের সেরা অস্ত্র হতে চলেছে।
এদিকে, পল পগবাকে পাওয়ার আশা এখনও ছাড়ছে না জুভেন্টাস। ফরাসি তারকাকে পাওয়ার জন্য মরিয়া রিয়াল মাদ্রিদ।