মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদের দুই সাবেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। দুজনই পেলেন গোল। কিন্তু শেষ হাসিটা হাসলেন বেনজেমাই। শেষদিকে গিয়ে তাদের জেতালেন স্টিভেন বেরগুয়াইন। সৌদি প্রো লিগের ম্যাচ আজ কিং আবদুল্লাহ স্টেডিয়ামে আল নাসরকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল ইত্তিহাদ। এই জয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো ইত্তিহাদের। ১৩ ম্যাচে ১২ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে। তিনে থাকা আল কাদিসিয়ার পয়েন্ট ২৮। আর ২৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আল নাসর।