রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

32

১০ জনের জেনোয়ার কাছে পয়েন্ট হারাতে বসেছিল জুভেন্টাস। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর লক্ষ্যভেদে ২-১ গোলে জিতলো তারা এবং ফিরে পেলো সিরি ‘এ’র শীর্ষস্থান। গত মঙ্গলবার ব্রেসকিয়ার মাঠে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল ইন্টার মিলান। বুধবার জুভেন্টাসের জয়ে আবার দ্বিতীয় স্থানে নামতে হলো তাদের। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট জুভদের, এক পয়েন্ট কম ইন্টারের (২৫)। ৩৫ মিনিটে কর্নার থেকে লিওনার্দো বোনুচ্চি চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন। ৫ মিনিট পর নিজেদের ভুলে গোল খায় তারা। ম্যাচ জুভেন্টাসের অনুকূলে যায় ৫১ মিনিটে প্রতিপক্ষ ১০ জনের হলে।
পাউলো দিবালার জার্সি টেনে ধরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফ্রান্সেস্কো ক্যাসাতে। এক জন কম নিয়ে খেলেও পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার ইঙ্গিত দেয় অতিথিরা। অবশ্য আদ্রিয়েন র‌্যাবিওট দ্বিতীয় হলুদ কার্ড দেখলে জুভেন্টাস শেষ ৩ মিনিট ১০ জনের হয়, তবুও জয়ের জন্য লড়াই করে গেছে তারা। ইনজুরি টাইমে পেনাল্টি পায় স্বাগতিকরা। গোল বাতিলের হতাশা কাটিয়ে এবার লক্ষ্যভেদ করেন রোনালদো। তাতে আগের ম্যাচে লেচ্চের সঙ্গে ড্র করা জুভেন্টাস ফেরে জয়ে।