রোটারি ক্লাব অব চিটাগাং প্রাইম এর প্রথম সভা সম্প্রতি নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. বিদ্যুৎ বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক গভর্নর ৩২৮২ লে. কর্ণেল আতাউর রহমান পীর। প্রধান অতিথি বলেন, রোটারি সারা বিশ্বে মানবতার কল্যাণে কাজ করছে। রোটারীর প্রচেষ্ঠায় পোলিও বিশ্ব থেকে নির্মুল হয়েছে। মানবতার কল্যানে যারা কাজ করে তারাই প্রকৃত মানুষ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পন্সর ক্লাব প্রেসিডেন্ট মোরতাজা বেগম, চার্টার প্রেসিডিন্ট রোহেলা খান চৌধুরী, এসিসটেন্ট গভর্নর মো. শাহজাহান, ক্লাব এডভাইজার সানিউল ইসলাম। ক্লাবের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি মো. হেলাল উদ্দিন, চার্টার প্রেসিডেন্ট সুরঞ্জিত ধর, ট্রেজারার ছোটন বড়ুয়া, ডাইরেক্টর ক্লাব সার্ভিস ডা. খালেদ বিন সাগর, ডাইরেক্টর সার্ভিস প্রজেক্ট এড. সাবিনা পারভীন, ডাইরেক্টর পাবলিক রিলেশন পুরবী দাশ, ডাইরেক্টর নিউ জেনারেশন আলউদ্দিন মো. সাবের, ইঞ্জি. মোজাহেদুল ইসলাম রানা প্রমুখ। বিজ্ঞপ্তি